শূন্যতার নিনাদ

লেখক : নিঃশব্দ আহামদ

দীর্ঘশ্বাস ছেড়ে বলি, মরে যাচ্ছি – এই তো আমি মরে যাচ্ছি – অনড় পা আর এগোচ্ছে না দেখে আষাঢ়ী জলে
ভেসে যাচ্ছি – খড়কুটো, উচ্ছিষ্টের সাথে – কোথাও বিলাপ নেই, আফসোস নেই – নেই না ফেরা মানুষের জন্যে যেমন কেউ বুক চাপড়ায় প্রবল হাহাকারে ৷

ঘরদোর, খাবার দাবার সবই ঠিকঠাক, পেয়ারা বনে জেগে আছে বিকেলের চোখ-বালিশ, বেডশিট পরিপাটি
করে শান্তির ঘুম ৷ প্রাতরাশ শেষে ভোরের মিহি আলোয় যদি ডেকে যাচ্ছে ক্রমান্বয়ে ভেড়ার পাল, শুধু চোখে জাগেনি একটুকরো মেঘ, বৃষ্টির ছাপে ৷

অবাঞ্ছিত, তবু যেন ফুটছে নুন, উষ্ণতার প্রকোপ যত
রাতের শরীর থেকে ঘেন্না সব বাড়ায় স্নায়ু যাতনা
না বোঝা মানুষে বোঝাতে নেই, দুঃখ – বলতে নেই মরে যাচ্ছি
বরং ভাল এই, খুব করে অগোচরে নিখোঁজের মত একদিন চলে যাওয়া, দুমড়ে মুচড়ে ভাঙা বুক বিষাদের ক্ষতে ৷

যাই করে আর, হয় না যাওয়া
এই হাওয়া, ঠাণ্ডা রাত-
সাক্ষ্য রয়ে যায় শুধু, অশ্রুর দাগে
কতটা মরে যাই আমি রোজ, নিঃসঙ্গ, শূন্যতার নিনাদে


লেখক পরিচিতি : নিঃশব্দ আহামদ
নিঃশব্দ আহামদ।আমার কাছে কবিতা যাপিত জীবনের এক অভিজ্ঞতার খতিয়ান।মানবিক বোধ আর সৌন্দর্যের বিবিধ প্রকাশ করার চেষ্টা কবিতায়।তাই কবিতার সাথে আমার রয়েছে জীবনের অনুসঙ্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন