লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
শ্যামা মা তোর এত রূপের মায়া
করেছিস তাই আমায় দিশেহারা।
মা’রে তোকে বড্ড ভালোবাসি-
তাইতো তোকে ডেকে ডেকে ভুলে যাই
কখন আসে দিবস, কখন যায় নিশি।
জানি মা তুই দুর্গা, তুই ব্রহ্মা
এ বিশ্বের আদি স্রষ্টা।
ছলনা এবার বন্ধ কর ওরে ছলনাময়ী
এবার কোলে তুলে নে আমায়, ও মা ত্রিভুবন জয়ী।
‘আয় বাছা আয় রে কাছে আয়’ বলে ডাক দেখি আমায়,
তোর সে ডাক শুনে ভুলি জগৎ সংসার তায়।
লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।