লেখক : সামিনা ইয়াসমিন
কুয়াশা মাখা মেঘলা আকাশ
উত্তরা বায়ু দেয় শীতের আভাস।
মিষ্টি রোদ উঁকি মারে কুয়াশার চাদর বেয়ে
ঝলমল করে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে।
সোনার ধান ঘরে আনে চাষিদের দল
বাগানে কত রকমের রসে ভরা ফল।
খেজুর গুড় দিয়ে পিঠে-পুলি ঘরে ঘরে
পাখিরা ঝাঁকে ঝাঁকে পাড়ি দেয় চত্বরে।
মায়ের হাতে নতুন নতুন সবজি রান্না
খাবার জন্য আমরা করি শুধু বাইনা।
চায়ের ধোঁয়ার জলকণা লাগে চশমার ফ্রেমে
বিকেল হলেই জাগবে সবাই ফুচকার প্রেমে।
ঠোঁটে লাগায় ভেসলিন আর ফাটলে বোরোলিন
এত শীতে রূপচর্চা থাকতে হবে মলিন।
এই সময় মেলার গন্ধে চারিদিক ভরপুর
৭ই পৌষ মেলায় বিখ্যাত হয় বোলপুর।
এই ভাবে কাটে অনেকটা সময়
শীতকাল যে বড়ই বৈচিত্র্যময়।
লেখক পরিচিতি : সামিনা ইয়াসমিন
সামিনা ইয়াসমিন ( জন্ম ২০.১২.২০০১)
it was a great poem ever i have recited, thanks to the writer.