লেখক : দেবাঞ্জন বন্দোপাধ্যায়
যে তুমি লালিত্যে গৃহকোণ গড়েছ,
হাত ধরে প্রতিদিন সাতপাকে বেঁধেছো,
রেখেছ তাদের সবকিছু বাঁচিয়ে।
সেই তুমি কাঁধে কাঁধ হাতে হাত রাস্তায়,
বিচার চাই বিচার দাও হুঙ্কার দিয়েছো।
লেখা থাক ইতিহাসে, লেখা হোক কাব্যে,
বেঁচে থাক প্রতিবাদ প্রতি নারী গর্ভে।
যতদিন ধর্ষক আরচোখে হাসবে,
ততদিন রাত জেনো দখলেই থাকবে।
শুধু মেনো প্রেমিক যে ধর্ষক হয়না,
ভালোবাসি তোমাকে ই পাশে পাশে হেঁটেছি,
মোমবাতি স্লোগানে সারারাত কেঁদেছি।
লেখক পরিচিতি : দেবাঞ্জন বন্দোপাধ্যায়
কবি .