লেখক : আলী ইব্রাহিম
এই যে রাজাকার
৭১-এ আমার বোনকে লুট করেছে,
আমার ভাইকে ধরিয়ে দিয়েছে,
এই যে রাজাকার
আমার বাবা’কে বাঙ্কারে মেরেছে
তিন বিঘা জমি দখলে নিয়েছে
এই রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!!
এই যে রাজাকার
৭১’এ বুদ্ধি মেরেছে,
এখন দেশে হাঁটু গেড়ে বসেছে
এই রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!
সেই রাজাকার এখনো রাজাকার
এই রাজাকার!
এই রাজাকার
পেয়েছে ক্ষমা
মারছে বোমা
এই রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!
এই যে রাজাকার
হিংস্র জানোয়ার
ধর্ম বিক্রেতা
বিখ্যাত বিধাতা
এই রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!
এই যে রাজাকার
যাচ্ছে সংসদে
পতাকাবাহী গাড়িতে
দেশ চালকের ভূমিকায়…
এই রাজাকার
সেই রাজাকার!
এই রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!
দেশপ্রেমিক রাজাকার
এখন মিলে মিশে একাকার!
সব রাজাকার!
সব রাজাকার!
সব রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!
লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ। দৃষ্টি আকর্ষণ: লেখাটি অনেক আগে একটি নির্দিষ্ট সময়ে লেখা।
ভালো লিখেছেন।
ধন্যবাদ….