সবুজ চোখের স্বপ্ন

লেখক : কুশল ভট্টাচার্য্য

প্রকৃতির জঠরে এক টুকরো সবুজ-
আড়ষ্টতা কাটিয়ে তার নব কিশলয়;
আন্দোলনে সাড়া দেয়, প্রমত্ত সমীরণের বাহুস্পর্শে,
দিগন্তে প্রহরীরত সূর্যাভ ঢেকে যাচ্ছে,
দ্বাদশবর্ষীয়া কিশোরীর এলোকেশীর ন্যায় তিমিরে।
শাখা-প্রশাখায় প্রবাহিত তার দুরন্ত উত্তেজনা-
রন্ধ্রে বসবাসকারী রঙিন স্বপ্নের একশো আটটা চোখ।
হতাশা নৈরাশ্য তখনও লক্ষ যোজন দূরে-
বর্ষার করুণ অশ্রুজল টুপটাপ চুঁইয়ে,
সিক্ত করে চলেছে অবিরত।
অপলকে চেয়ে আছে নবীন কবি এক;
কালি-কলমের প্রবৃত্তি যেন নিবৃত্তির পথে তার।
সবুজ কিশলয় দর্শনে হৃদয়ে প্রস্ফুটিত
কালোত্তীর্ণ হওয়ার অজ্ঞাত কোন জিজ্ঞাসা।
আশা তবু, গুটিকয়েক শব্দের চোরাস্রোতে স্বাগতিক হয়ে বাঁচা।


লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
'লেখার জন্য বাঁচা'। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। টুকটাক লেখালেখি করেই চলে।

One comment

  1. জিসান আহমেদ অনন্ত

    প্রতিবেদন

    বিষয়ঃ আকাশ, তুমি মেঘলা কেন?
    প্রতিবেদকঃ [জিসান আহমেদ অনন্ত]
    তারিখঃ ২৯ আগস্ট ২০২৫

    ভূমিকা

    প্রকৃতি আমাদের জীবনের প্রতিচ্ছবি। আকাশ তার বিস্তীর্ণতা নিয়ে শুধু আমাদের মাথার উপর বিস্তার করে নেই, সে যেন এক অনন্ত আবেগের ক্যানভাস। কখনো সে রোদে হাসে, কখনো ঝড়ে রাগে, আবার কখনো নিঃশব্দ বৃষ্টিতে কাঁদে। আজকের এই প্রতিবেদনে আমরা আবেগ-ভরা একটি কাব্যিক ভাবনাকে তুলে ধরছি—“আকাশ, তুমি মেঘলা কেন?”—এই প্রশ্নের অন্তরালে লুকিয়ে থাকা ভাব, ব্যথা, সৌন্দর্য ও সম্পর্কের প্রতিফলন।

    মূল আলোচনা

    আজকের আকাশটা যেন কেমন উদাস। নীলের জায়গায় ধূসর, আলোর জায়গায় ছায়া। এমন আকাশ দেখলে মনে পড়ে যায়—প্রকৃতিরও অনুভূতি আছে, যেমন আমাদের।

    এই মেঘলা আকাশ যেন এক অভিমানী হৃদয়, যে কথা না বলে কেবল তার রঙ দিয়ে বুঝিয়ে দেয় কেমন কষ্টে আছে। সূর্য আজ মুখ লুকিয়েছে, ঠিক যেমন আমরা মানুষ কষ্ট পেলে নিজের আলো আড়াল করি।

    প্রতিটি মেঘ যেন এক একটি না-বলা কথা। হয়তো কেউ ফিরে আসেনি, হয়তো কেউ ভুলে গেছে, হয়তো কারও প্রতীক্ষা আর শেষ হয় না। আকাশ এসব অনুভূতির ক্যানভাস—সেখানেই আঁকে তার মেঘের ছায়া, ঝরে পড়ে নীরব অশ্রু।

    তবে এই মেঘ মানেই কেবল অন্ধকার নয়। মেঘ মানেই এক ধরনের আশ্বাস—বৃষ্টির আশ্বাস, নতুন করে ধুয়ে-মুছে ফেলার আশ্বাস। আজ আকাশ যতই মেঘলা হোক, আমরা জানি, একদিন সে আবার নীল হবে। ঠিক যেমন মানুষের জীবনে দুঃখ কেটে গিয়ে আসে নতুন আলো।

    বিশ্লেষণ

    এই ভাবনাটি কেবল আবেগ বা প্রকৃতিপ্রেম নয়, এটি একটি প্রতীক—আমাদের জীবনের ওঠা-পড়ার, আলো-আধারির, অভিমান ও ভালোবাসার। আকাশের মেঘ আমাদের শেখায়—সব কিছু বলার দরকার নেই, অনুভব করেও বোঝানো যায়। মেঘলা আকাশ যেমন নিঃশব্দে কথা বলে, আমরাও অনেক সময় তেমনি নিঃশব্দ অভিব্যক্তি হয়ে উঠি।

    উপসংহার

    “আকাশ, তুমি মেঘলা কেন?”—এই প্রশ্নের উত্তর হয়তো একেকজনের কাছে একেক রকম। কারও কাছে তা ভালোবাসার প্রতীক্ষা, কারও কাছে ব্যথার প্রতিচ্ছবি, আবার কারও কাছে নতুন শুরুর ইঙ্গিত। তবে একথা সত্য—মেঘে ঢাকা আকাশও সুন্দর, কারণ সে আমাদের শেখায়, অন্ধকারের মধ্যেও সৌন্দর্য আছে, কান্নার মধ্যেও শান্তি লুকিয়ে থাকে।

    আকাশ শুধু প্রকৃতির উপাদান নয়, সে আমাদের আত্মারও প্রতিবিম্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।