লেখক : অঙ্কিতা মজুমদার
সভ্যতার জন্ম দিতে-দিতে-
নারী…
আলোকময় উঠান-
ভরেছে অন্ধকার,
চৌচির হতে হতে –
হাতে নিয়েছে ভার,
তবু নিঃস্ব,
সকল পারাবার।
ভূলুণ্ঠিত… বিবস্ত্র…
শুষ্কতা মেখেছে…
ইন্ধন এনেছে অহরহ,
রাত্রির কালো মোছাতে মোছাতে –
নিংড়ে দিয়েছে সহস্র জ্বালা,
তবুও শিকার হ’ল না শেষ।।
লেখক পরিচিতি : অঙ্কিতা মজুমদার
অঙ্কিতা মজুমদার, পূর্ব বর্ধমান জেলার চকদিঘী গ্রামে জন্ম। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। সাম্মানিক স্নাতকের তৃতীয় বর্ষ থেকেই মূলত লেখালেখির প্রতি আকৃষ্ট হই। বর্তমানে একজন ছাত্রী, লেখিকা এবং সংগীত শিল্পী। কবিতা ছাড়াও গল্প, অনুগল্প, উপন্যাস ও প্রবন্ধ সাহিত্য লিখে থাকি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পত্রপত্রিকায় এবং কিছু অনলাইন পত্রিকার মাধ্যমে আমার লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এছাড়া প্রতিলিপির নিরপেক্ষ লেখক হিসাবে নিযুক্ত আছি। সাম্প্রতিক আমার একটি কাব্যগ্রন্থ- "কবিতার মূর্চ্ছনা" এবং একটি গল্পগ্রন্থ- "যাপন" আত্মপ্রকাশ করেছে।