সুধানিশি আলোকছায়া

লেখক : অভিজিৎ হালদার

সুধানিশির মেঘপাতায় তোমার নাম লেখা,
চন্দ্রদীপ জ্বেলে রাখে আমার অন্তরের গোপন বারান্দা।
শিউলিবেলা ঘুরে এসে ছুঁয়ে যায় তোমার পদচিহ্ন,
আমার বুকের কাব্যবনে জেগে ওঠে রঙফুলের ঢেউ।

তোমার কণ্ঠে ঝরে পড়ে নদীস্বরের মধুবৃষ্টি,
যা ধুয়ে দেয় সব ধুলোভরা অপেক্ষার পথ।
অরুণিম স্বপ্নবালায় তোমার চোখের প্রতিচ্ছবি,
আমাকে ডেকে নিয়ে যায় নক্ষত্রের অন্তরালে।

তোমার হাসি—মেঘচূড়ার প্রভাতগান,
যেখানে প্রতিটি নোটে লুকিয়ে থাকে চিরন্তন স্পর্শ।
ফিরে এসে চলো আমরা ছুঁই আকাশবীণার তার,
যেখানে জোৎস্না গুনগুন করে ভালবাসার সুর।

বাতাসবীথি পার হয়ে আমি খুঁজি তোমার হাত,
যা আমার শূন্যতার ছাই থেকে গড়ে তোলে জীবন।
দূরবালকামনে তুমি চিরকালীন অতিথি,
যার জন্য প্রতিটি রাত জ্বলে ওঠে দীপশিখা হয়ে।


লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
অভিজিৎ হালদার , নদীয়া জেলা , পশ্চিমবঙ্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।