লেখক : দীপান্বিতা মিত্র
আমার তুমি প্রথম প্রেম, আজন্ম প্রেমিক আমার…
প্রথম দেখেছি তোমায় মেয়েবেলার শান্ত মোহনায়
ভোরের চুপচুপ গভীর ঘুমে, রঙীন ঈশারায়
পূব আকাশে, মনে-প্রাণে দোলা লাগা শান্ত ভঙ্গিমায়।
আহা, ওই লাল-লাল করুণ মুখ, তার-ই আবেশে
বিভোল আমি। একলাফে আলস্য কাটিয়ে স্বপনচারী
প্রেম যে আমার, তার কাছে। তাকে একবার
চুমু খেতে না পারলে…, “ওগো শূন্য গগনবিহারী…”।
বেলা বাড়ে, তীব্র সৌন্দর্যের আকর আমার জিউস
আমাকে সালোক সংশ্লেষ করতে শেখায়। সুগভীর
আমি তখন গাছ। শরীরে একরাশ ফুল-পাতা
সে এসে তছনছ করে দেয় আমার গোটা শরীর।
গোধুলির আলো-ছায়ায় আমি তখন কুন্তী।
আলিঙ্গন, জলকেলি, আদরে-রভসে মাখামাখি।।
রক্তিম আভায় সিক্ত হতে-হতে কখন ফলবতী হয়ে…
আবার… আবারও দিক পরিবর্তনের কারসাজি।
হে আমার জারজ প্রেম, আমার স্বপ্নের উড়ান মাঝি
আজও তুমি এসে, জীবনের এই মধ্য গগনেও
নিঃশব্দে দোলা দাও, আলিঙ্গনে ধরা দাও। যখন
ভোরের হাওয়া দোল খায় মনের গভীরে সংগোপনে।
লেখক পরিচিতি : দীপান্বিতা মিত্র
দীপান্বিতা মিত্র। কবি ও সাহিত্যিক