স্বাভাবিক

লেখক : আলী ইব্রাহিম

তোমাকে আর সতর্ক করবো না
তোমার অন্তর ও কান মহর আচ্ছাদিত।
চোখে আবরণ। তুমি আজ কিছুই দেখছো না!
আমি আর তোমার কাছে বিশ্বাসী হতে চাই না
তোমার চলে যাওয়া দেখে অবাক হয়েছি
পরিহাসের পরিণামে অবাধ্য ঘুরে বেড়াবার সুযোগ নেই।
সবকিছু স্বাভাবিক।আমি ভালো আছি।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
আলী ইব্রাহিম, সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া। স্থায়ী ঠিকানা: দক্ষিণ হাসিলকান্দি, সাঘাটা, গাইবান্ধা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum