লেখক : শমীক দে
দেশের স্বাধীনতার এই ক’টা বছর ফাঁকে,
কী করেছি আমরা তার, কী দিয়েছি তাঁকে?
কিংবদন্তি শহীদেরা এনেছিলেন জয়,
শিক্ষা দীক্ষা চাকুরীতে চলছে অবক্ষয়!
মন্ত্রীগণ প্রথমে এসে রাখেন লম্বা ভাষণ,
ক্ষমতায় এসে দেশকে করেন নিজের মত শোষণ!
দুর্নীতি আর নোংরামিতে দেশকে করে কালো,
স্বাধীনতার মান তারা রাখলেন খুব ভালো!
এই দেশেরই মানুষ তারা, গর্ব তাদের কত!
স্বাধীনতার পরিনামটা বোঝা যাচ্ছে তত।
অন্যায়ের প্রতিবাদে, মৃত্যু এসে বাদ সাধে!
চেনা মুখের কত যে দর, চড়বে যে সে দলের কাঁধে।।
“মুড” থাকলে “পেপার” ভালো, না থাকলেই “ফেল”,
টাকার খেলায় নির্দোষেরও হয়ে যাবে জেল।
আর কতদিন ধরে মোরা অন্ধকারে থাকব পড়ে?
স্বাধীনতার আলো কি আর ঢুকবে না আজ মোদের ঘরে?
“স্বাধীনতা” করে মোরা চেঁচাই যতই তারস্বরে,
স্বাধীনতায় নইকো আজো, আছি পরাধীনতায় পড়ে!
লেখক পরিচিতি : শমীক দে
আমি শমীক দে পশ্চিম বাংলার রিশড়ায় থাকি। লেখক হবার ইচ্ছে আছে। "লেখালিখি" কে কেন্দ্র করে লেখালিখির প্রতিভা বিকাশ করতে চাই।