স্বামী বিবেকানন্দ

লেখক : সানন্দ সিংহ রায়

বীর বীরেশ্বর বিবেকানন্দ
ঠাকুরের নরেন তুমি
নিজ নিকেতন ছাড়িয়া এলে
ভারত ভূমিকে করেছো মাতা
অকপটে বলতে কথা
নেতা হলে বেলুড় মঠের
শেখালে মোদের জীবসেবা
পূজার ঘন্টা দূরে ফেলে
সারদা মায়ের বীর সন্তান
পৃথিবীর তুমি এক রাজা
গেরুয়াধারী সেনাপতি সে যে
ব্রাহ্মসমাজের রূপকথা
যৌবনকালে এলে ঠাকুরের কাছে
তাকে পরীক্ষা নেবার তরে
কত যে কথা শুনিয়েছিলে
ঠাকুরকে কত বকেছিলে
অবশেষে তুমি শান্ত হলে
ঠাকুরের কৃপা পেয়ে
মায়ের হস্ত মাথায় পেয়ে
ঘুরতে চললে দেশ বিদেশে
কোন ধর্মই ছোট নহে
জাত-পাত যাক দূরে চলে
সন্ন্যাস এ বিবিদিষানন্দ
নিবেদিতার গুরু তুমি
নব জীবনের অগ্নিমন্ত্রে
আহ্বানে চল ছুটিয়া যাই
তব চরণে মাথা ঠেকিয়ে
বীর সেনাপতি তোমাকে চাই

লেখক পরিচিতি : সানন্দ সিংহ রায়
সানন্দ সিংহ রায়। লেখক এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।জন্ম ২০০৫ সালের ৫ই অক্টোবর

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।