স্বপ্নের লক্ষ্মী

লেখক : সৌরভ মাহাত

এসো গো মোর প্রাণবিলাসী এসে আমার প্রাণটা জুড়িয়ে দাও।
পারলে নিয়ে চলো তোমার মনের সুদূর প্রান্তে,
ঘুমের অঘোরে ঘুমোবো দুজন স্বপ্নে দেখিবে তোরে।
এইভাবে স্বপ্ন দেখিয়ে আমাকে চোরের মতো চুরি করে নিচ্ছো কেন?

কেন আমার ঘুমটাকে চুরি করে নিচ্ছো?

পারলে আমার বুকে ছুরি বসিয়ে নিয়ে যাও তোমার প্রাণ প্রিয়ার রাতটাকে।
আমি কিচ্ছু বলবো না গো।
জানো এইভাবে দূরে থেকে আমাকে স্বপ্নের আঘাত হানতে হানতে আমি তো শেষ হয়ে যাচ্ছি।
নিয়ে চলো না তোমার ঠিকানায়।
আমি শত দুঃখেও থাকতে পারবো।
ঐ যে তোমার চোখের দিকে চেয়ে।
না গো কোনদিনও কিছু বায়না করবো না,
শুধু তোমার বুকে একটু জায়গা পেলেই হবে।আমি তো এক হরিৎ প্রান্তর,
নাহয় পার হয়ে যেও আমার ধারায় হাঁটতে হাঁটতে,
আবার কখনো চুম্বন করতে করতে।
জোৎস্না রাতে ফুরফুরে মেজাজে সাগরকে ঘিরে ধরবো আমরা অফুরন্ত ভালোবাসার গানে।
আর ঐ সাগর জলকে আমাদের গানে মিষ্টি করে তুলবো।
আর হবে সেই আমাদের আকাশ পানে চেয়ে থেকে গুচ্ছ গুচ্ছ তারা গোনা।
ঐ সুন্দর গগনে।
নগ্ন পায়ে হাঁটবে তুমি,
ধন্য হবে বালুকণা পায়ের ছোঁয়া পেয়ে।
আর তোমার পায়ের বালু কণা গুলো আমি দেখবো নয়ন ভরে।
ইচ্ছা হবে কখনো তুমি এসে বসবে আমার কোলে,
কিছু শোনার অভিলাষে।
আদরের অপেক্ষায় থাকবে তুমি অভিমান করে।
কি হয়েছে গো কেন এতো অভিমান?
বলবো না বলে ছুটে যাবে ঐ সাগরের পানে।
তখন আমার মন উথাল পাথাল করতে করতে যেও না যেও না বলে গর্জে উঠবে।
ত্রাহি ত্রাহি করবে আমার মন মধূসুদন।
ছুটতে ছুটতে যাই, পাইনা আর ধরা।
কাছে এসো জান আর বিন্দুমাত্রও কষ্ট দিও না,
এই বিকল হৃদয়ে যে ভয়ের বাণ ডেকেছে।
তখন তুমি খিলখিলিয়ে হাসতে শুরু করেছো
দেখতে চাও আমার মুখের ভঙ্গিমা,
আমিও সেই ভয়ের মহিমাকে লুকিয়ে দিয়ে আসবো মনের অন্তরালে।
এবার তুমি শুনতে পাবে ভীষণ ভারি গলার আওয়াজ
“কিসের অভিমান”
-জানি না
তোমার এই জানিনা কে এই সমুদ্রের জলে বিসর্জন না দিয়ে যাবো না।
কলুষিত রাগ তখন ধুয়ে গেছে মিষ্টি বুলি শুনে।
কত কথা কত রাগ অভিমানের পালা শেষ হয়ে গেল এক নিমিষে।
আবার সকাল হবে,
পার করতে হবে মূল্যবান কাজের মাধ্যমে,
অপেক্ষা থাকবে আবার পরের রাতের।


লেখক পরিচিতি : সৌরভ মাহাত
নাম সৌরভ মাহাত। গ্রাম- লালবাজার, পুরুলিয়া

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন