স্বপ্ন বেঁচে থাকে

লেখক : সোমনাথ লাহা

আমার চারপাশ জুড়ে প্রতিক্ষণে
ঘোরাফেরা করে বেড়ায় অজস্র স্বপ্ন
চোখ বন্ধ করলেই তাদের দেখি।
ধরতে পারি না অজানা কারণে
সবটাই যে আমার কল্পনার বুনন
তা নয়, আসলে স্বপ্নেরা থাকে
মুহূর্তে উদয় হয়, আবার চলেও যায়।

মন জুড়ে থেকে যায় তার রেশ
সৃষ্টির মাধুর্য দিয়ে তাকে বন্দি করি
কলম দিয়ে পাতায় শব্দের মাঝে ধরি
সাদা পাতায় অক্ষরের মাঝে ফুটিয়ে তুলি।

ছবি আপনিই তৈরি হয়ে যায়
স্বপ্নেরা তখন শব্দের ডানা মেলে
ঘুরে বেড়ায় আমার চারিদিকে
শব্দের মায়াজালে পা ফেলি
হারিয়ে যাই স্বপ্নের আঙিনায়।

এভাবেই বেঁচে থাকে স্বপ্ন
বাঁচার আকুতি নিয়ে তাকিয়ে দেখি
আমার স্বপ্নগুলো এখনও রয়েছে
এতটুকু মরচে ধরেনি তাতে
অন্তরে বাহিরে তার নিত্য আনাগোনা
এভাবেই
চলে স্বপ্নের জাল বোনা।


লেখক পরিচিতি : সোমনাথ লাহা
ফ্রিল্যান্স সাংবাদিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন