লেখক : মিঠু সরকার দাস
স্বপ্ন আর বাস্তবের পার্থক্য হাজার আলোকবর্ষ।
অধরাকে ধরতে গিয়ে ম্লান হয় উৎকর্ষ ।।
একটি হয়তো অলীক সোনার পাথর বাটি।
পেতে গিয়ে অন্যটি নিজস্বতার জ্বালায় ভাটি।
উদ্ভ্রান্তের মতো সকলেই শুধু ছুটে যায় ।
যদি কোনো ভাবে অভিলাষ পূরণ হয় ।।
স্বপ্নের তাড়নায় গড্ডলীকা প্রবাহে ভেসে যায়।
বুঝেও বোঝে না নিজে কি চায়।।
মরীচিকাকে বৃথা মরুদ্যান ভেবে স্বপ্ন দেখে ।
রঙিন চশমার পুরু কাঁচে জলছবি আঁকে ।।
ভুলে যায় স্বপ্ন আর বাস্তবতা তো
শ্রম,ন্যায়,শৃঙ্খলা,সত্যতায় বন্দি ।
নয়তো বাস্তবতাই স্বপ্নকে তাসের ঘরের ন্যায়
ভেঙে যাওয়ার জন্য দেয় ফন্দী।।
লেখক পরিচিতি : মিঠু সরকার দাস
সেবক রোড,শিলিগুড়ি