স্মরণিকা

লেখক : অম্লানকুসম ভট্টাচার্য

আকাশের বুকে আজ গভীর দুঃখ
তাই হয়তো কালো মেঘের,
ধূসর মেঘের,
পুরু আস্তরণ আকাশ জুড়ে,

বারবার আমার চোখ আটকে যায়
শব্দহীন জীবনের কাছে
নীরব কবির কাছে
কখন যেন শিশির সমুদ্র তৈরি করেছে
নির্ভিকতায় দৃঢ়তায় পৃথিবীর অগোচরে,

গভীর দুঃখ নিয়ে আজ,
যেমন জীবনে কখনো কোনো বিশাল স্বপ্নকে
কোনদিন ছুঁতে পারিনি,
একাকী নির্জনে
নীরবে নিভৃতে
সিক্ত চোখের ঝাপসায়
রিক্ত মনের শিখরে থেকে
তোমাকে স্মরণ করি।


লেখক পরিচিতি : অম্লানকুসম ভট্টাচার্য
অম্লান ভট্টাচার্য, জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন