লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
যাব বললেই বুঝি যাওয়া যায়!
বেড়ায় লতিয়ে ওঠা মাধবী, কাঁপে আষাঢ়িয়া বায়।
শালুক ফোটার শব্দে চমকিত এঁদো পুকুর
বহুদূর ধানক্ষেতে থমকিয়ে একলা দুপুর
বেপথু সে আলপথে ইতিউতি আদিগন্ত স্মৃতির হৈচৈ
মাঝে মাঝে আলগোছে ডাকে।
সন্ধ্যার নয়নতারা নক্ষত্র আলোয় কাঁপে।
ডাকলে তো যেতে হয়, যেতেই হয়।
তবু এ সংসার ফেলে শ্রীময়ীর যাওয়ার উপায় কই!
মেটে দাওয়ায় চালপিটুলির পয়মন্ত লক্ষ্মীছাপ আঁকা,
তুলসীতলার দীপে মঙ্গল ইশারা কাঁপে নিষ্করুণ
বিন্দু বিন্দু মায়া নিঃসরণ; ‘অন্তর উদাসে’…
যৎসামান্য গৃহস্থ আয়োজন; সম্বুরা-সুঘ্রাণে ঘর ভাসে,
নয়নপুটের অশ্রুসায়রে কার যেন স্বপ্ন ভেসে যায়…
লেখক পরিচিতি : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
লেখিকা পেশায় শিক্ষক, প্রকাশিত গল্পগ্রন্থ "হৃদয়ে দূরগামী"