তাহারে আমি চিনি নাই

লেখক : ক্যামেলিয়া আফরোজ

তুমি একদিন বলেছিলে আমায় তুমি অনেক করে চেন একজনকে,
হয়তো তার জন্য,
লিখেছ কবিতা, কবিতা লেখনি? পড়েছ উপন্যাস, গল্প পড়নি?
দেখেছ নদী, সমুদ্র দেখনি? বলেছ‌ অনেক কথাই, কখনো চুপ করে থাকো নি?
দেখেছ ঘুঘু, ফাঁদে পড়নি? শুনেছ গান,
কখনও কি গাওনি?
তোমার ভাবনায় আসলে কি কেউ নাই,
তুমি কি ছিলে একা, একা পুরোটাই?
কে যেন ছিল এক তোমার জীবনে, অনেক
কষ্ট পেয়ে গেল, তাহারে আমি চিনি নাই কখনও।

লেখক পরিচিতি : ক্যামেলিয়া আফরোজ
একজন লেখিকা

3 Comments

  1. আফরোজ মেহরুবা

    সুন্দর কবিতা, তবে আমি মনে হয় এই একই কবিতা পড়েছি, কবিতাটা অনেকটা এরকম-

    তাহারে আমি চিনি নাই
    ক্যামেলিয়া আফরোজ
    –––
    তুমি বলেছিলে আমায়, তুমি অনেক করে
    চেনো একজনকে, তার জন্য
    শুনেছ গান, কখনও কি গাওনি? লিখেছ কি
    কবিতা, কবিতা লেখনি?
    তবে কি শুধুই দেখেছ ঘুঘু ফাঁদে পড়নি,
    কখনও কি তার জন্য
    দেখেছ সমুদ্র, নদী দেখনি? পড়েছ উপন্যাস,
    গল্প পড়নি?
    বলেছ কি অনেক কথাই, কখনও চুপ করে
    থাকনি?
    তবে কি তুমি কি ছিলে একা, একা পুরোটাই,
    তোমার জীবনে কে যেন ছিল,
    কে যেন অনেক কষ্ট পেয়ে গেল, তাহারে আমি
    চিনি নাই কখনো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন