লেখক : ক্যামেলিয়া আফরোজ
তুমি একদিন বলেছিলে আমায় তুমি অনেক করে চেন একজনকে,
হয়তো তার জন্য,
লিখেছ কবিতা, কবিতা লেখনি? পড়েছ উপন্যাস, গল্প পড়নি?
দেখেছ নদী, সমুদ্র দেখনি? বলেছ অনেক কথাই, কখনো চুপ করে থাকো নি?
দেখেছ ঘুঘু, ফাঁদে পড়নি? শুনেছ গান,
কখনও কি গাওনি?
তোমার ভাবনায় আসলে কি কেউ নাই,
তুমি কি ছিলে একা, একা পুরোটাই?
কে যেন ছিল এক তোমার জীবনে, অনেক
কষ্ট পেয়ে গেল, তাহারে আমি চিনি নাই কখনও।
লেখক পরিচিতি : ক্যামেলিয়া আফরোজ
একজন লেখিকা