তবুও ফিনিক্সেরা

লেখক : ড. অলকানন্দা গোস্বামী

সৌকর্ষের উচ্চতা ছেড়ে নামে অভিমুখ,
তীরচিহ্ন তারাচিহ্ন ছাড়িয়ে সারাৎসারের খোঁজে চলে অমাবস্যাঘন গ্যালাক্সিতে
কঠিনতর হয় ইন্দ্রধনুষের রঙবাহারের খেলা, ভিবজিওরের কেউ কি আড়ালে গেল অত্যুজ্জ্বল আলোর খেলায়?
শব্দিত হয়েছে শতাব্দির রুদালি
তবু গ্রন্থালোকে যাচিত মুক্তি দূরে দাঁড়িয়ে মুচকি হাসে
ডানা ভেঙ্গে পড়ে আছে প্রৌঢ় ঘুঘু, তার বাসা নেই
পায়রার ডিম ভেঙ্গে খেয়ে গেছে সরিসৃপ
মিশ্রসুরে কোন রাগ কোথায় বেজেছে কে জানে!
যত দাহ বলে গেল, মৃত্যু নয় শেষ, রোজ জেগে ওঠে কোথাও ফিনিক্সরা
এর মাঝে দেখি স্নায়ু ভেসে গেছে বর্ষার আমনের ঝিলে।


লেখক পরিচিতি : ড. অলকানন্দা গোস্বামী
লেখক চেতনায় বিজ্ঞান, অনুভবে সাহিত্য। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট, সাহা ইনস্টিটিউট এবং বোস ইনস্টিটিউটে পোষ্ট ডক্টরাল রিসার্চের শেষে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ভিসিটিং সাইন্টিস্ট। একই সঙ্গে বাংলা এবং ইংরেজিতে সাহিত্যচর্চা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।