তফাৎ

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

সূর্য সেই সৃষ্টির শুরু থেকেই আলো দিয়ে আসছে
অথচ একদিনের জন্যেও তার আলো নিভে যায় নি,
কিন্তু মানুষের সৃষ্ট বৈদ্যুতিক বাতি একনাগাড়ে
দীর্ঘক্ষণ জ্বলতে পারে না।
এই হলও তফাৎ প্রাকৃতিক বস্তু আর কৃত্রিম বস্তুর মধ্যে।
-২৪/২/২০২৪


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন