লেখক : বকুল বিশ্বাস
মাঝে মাঝে একটি তারা উঁকি মারে জানলায়,
টলোমলো পায়ে আঁধার পেরিয়ে সারারাত।
ভোরের কাকনিদ্রায় দেখি তারে মনে হয় যেন দু’হাত দূরে,
হঠাৎ মিলিয়ে যায় ঘুমপাড়ানির দেশে,
নিস্তব্ধ চারিদিক
শব্দগুলো সব শুষে নিয়ে নিঃসঙ্গ রাজপথ ,
শুয়ে আছে শহরের বুকে।
কিছু আগেই হাজারো কোলাহলে ট্রাম গাড়ি রেল গাড়ি থিকথিকে ভিড়ে,
হঠাৎ সবাই গভীর ঘুমের দেশে, নিঝুম চারিদিক।
টলোমলো পায়ে একটি নিভন্ত তারা, গলিপথ বেয়ে চলে গেল যেন দূর বহুদূরে।
মোটা পর্দায় ঢাকা জানালা, আরও আরও একটু আঁধার চাই সকাল হতে এখনও ঢের বাকি, মৃত্যুর গা ঘেঁষে চুপচাপ শুয়ে।
টলোমলো পায়ে ছোট্ট একটি তারা, এসেছিল যেন জানালায়,
গোটা শহর যখন গভীর ঘুমের ঘোরে,
চলে গেছে দূরে বহু দূরে।
শহর পেরিয়ে জঙ্গলে ভরা কোন অন্ধকারে।
লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
নাম বকুল বিশ্বাস, ঠিকানা বহরমপুর, মুর্শিদাবাদ, প্রকাশিত কাব্যগ্রন্থ শ্রী চরণেষু তোমার বাঁশির সুরে, পেশা বর্তমানে অতিরিক্ত কোষাগার আধিকারিক অর্থ দপ্তরে কর্মরত ।