লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা
এই যে কিসব দূরত্ব রাখেন
সহজ হয়েও সহজে ধরা দেন নাহ।
অথচ আমি সরল হয়ে বসে থাকি
একটু আদরে পায়ের শিয়রে বসে পড়ি।
যেমন এক টুকরো বিস্কুটের আশায়
ছুটে আসে পথের ছোট্ট কুকুরছানা,
আমি কি তেমনই একটু স্নেহ
একটু ভালবাসার কাঙাল
প্রণয়ভিক্ষু হব বলে
তৃষ্ণার্ত চোখে চেয়ে রই!
লেখক পরিচিতি : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা
শিক্ষানবিশ আইনজীবী