তুমি আমি আমি তুমি

লেখক : দেবব্রত ঘোষ

তুমি আমি আমি তুমি 
অদ্ভুত যত ভাবনা  
আছে তোকে জড়িয়ে 
জানি না কতটা প্রবল 
তোর মনেরও কল্পনা ।। 
তোকে ঘিরে এই জগতে
তোকে নিয়েই যত কাব্যগাঁথা
বলে রাখি এত সহজ নয় 
আমার এই মিথ্যে শহর।।
গিটার এর সুরছন্দে
আছিস তুই লুকিয়ে 
আমাকেও কিন্তু খুঁজে নিস 
তোর মনের ও মন্দিরে ।।  
জানি হবে না তাও বলি
দিন শেষে যাওয়া আসায়
হারিয়ে যদি যাস ,হোস যদি বিলীন 
তবে যেন থাকিস না আমাতে আবদ্ধ 
হাতছানির ছোঁয়া হোক অন্য শহর ।।
তোর যত পাগলামি , তোর ভাবনা তেও আমি 
জানি তুই বলবি না , তবুও বুঝে নেবো আমি 
তোমাকে আবদ্ধ আমি ,আমাতে আবদ্ধ তুমি
সব শেষে শুধু এটাই জানি ।
তুমি আমি আমি তুমি ।


লেখক পরিচিতি : দেবব্রত ঘোষ
জন্ম ২৪.১.২০০৭ বাড়ি পূর্ব বর্ধমান। সরিষা রামকৃষ্ণ মিশন এর ছাত্র ক্লাস 10

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum