লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
তুমি বললে না ভালবাসি।
তাই কত পূর্ণিমার রাত এমনিই মিছে গেল,
জাগা হলো না।
তুমি বললে না ভালবাসি।
তাই বিশ্বের সব গোলাপ শাখাতেই ঝরে গেল,
তোমার হাতে এলো না।
তুমি বললে না ভালবাসি।
তাই রাত জেগে প্রেমের গান লেখা হলো না,
ওগুলো ভাবনাতেই থেকে গেল।
তুমি বললে না ভালবাসি।
তাই বুঝলাম না হৃদয় কী, কোথায় থাকে ওটা,
অজ্ঞ হয়েই থাকলাম।
তুমি বললে না ভালবাসি।
তাই ভালোবাসার কষ্ট বুঝলাম না,
চোখের জল কোনোদিন ফেললাম না
চোখ শুকনো কাঠ হয়েই থাকল।
তুমি বললে না ভালবাসি।
তাই ‘অপেক্ষা’ ঠিক কী জানলাম না,
সময় সব এমনিই চলে গেল
কাজে লাগল না কিছুই।
তুমি বললে না ভালবাসি।
তাই ভালবাসায় ভুল বোঝাবুঝির ধাক্কা পেলাম না,
ভালবাসা আমার কাছে চির পবিত্র হয়ে থাকল
ওকে কখনও দোষারোপ করলাম না, কিংবা
‘বেইমান, তোর জন্য আজ এই অবস্থা আমার’
এমন কথাও বললাম না।
লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।