দালান জাহানের দুটি কবিতা

বিপরীত মুখ

একটি চড়ুইকে হত্যার পর
তাকে প্রশ্নো করা হলো
তিনি ইঁদুরের কথা বললেন
বেড়ালের কথা বললেন 
নদী মাছ বাঘ-হরিণের কথা বললেন। 
কিন্তু চড়ুইটির ব্যাপারে কিযে বললেন
তার কোন প্রতিশব্দ খোঁজে পাওয়া গেলো না।

বিবেকের সংসদে হাত তুললো দুটি আঙুল  তিনি চেচিয়ে বললেন
আপনার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না
বিদ্যার ঝুলি নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন 
পৃথিবীর মতো বড়ো পায়ের কাছে 
পা-টি টুকরো টুকরো হয়ে ঢুকে গেলো
কান্নার শোক উৎসবে।


মুখহীন মুখ

একটা পাগল একাই ব্যাট করে যাচ্ছে 
তার পায়ের নিচে 
না আছে মাঠ না আছে নদী 
এক বুক অভিমান নিয়ে তবুও সে
লেজ ভাঙা দোয়েলের কাছে অভিযোগ করে 
যখন দাঁড়িপাল্লা হেলে যায় 
মাপার মতো আর কিছু রয় না 
মেঘের মতো ওড়ে যায় দুঃখরাজ
যা হবার কথা ছিলো না তাই হয়
যা হবার কথা ছিলো তা হয় না! হয়  না। 


লেখক পরিচিতি: দালান জাহান
দালান জাহান একজন কবি ও গীতিকার। তিনি ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন। তার সর্বাধিক আলোচিত কাব্যগ্রন্থের নাম “ব্লাড ফায়ার” নিজেকে একজন সামান্য কবিতাকর্মীর পরিচয় দিতে তিনি অধিক পছন্দ করেন। 

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum