লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
প্রত্যাশার গভীরে হাত রেখে
ফেলে এসেছি একটি আশ্চর্য সকাল
নদীর ঢেউ ফিরে ফিরে খুঁজেছে
দু’-চারটে আয়তক্ষেত্র এবং একটি তীর
মধ্য বলাকা আজ আর শ্বেত নয়
তার পাখায় এবং পালকে
রাত্রির ধূসর দাগ
তবু ঐ তীর এবং ধূসর দাগ
আমাকে শোনায় ভৈরবী!
আমি জানি পাথর ভেঙে
জল আনতে গেলে
অস্বীকার করতে হয় অমৃতের হাতছানি।
লেখক পরিচিতি : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম হাওড়ার বালিতে। বড় হয়ে ওঠা নদিয়ার রানাঘাটে মায়ের সংগীত চর্চা এবং বাবার কাব্যচর্চার মধ্যে দিয়ে। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কবির পেশা অধ্যাপনা। নেশা ধর্ম ও সাহিত্য চর্চা। সঙ্গে ছবি আঁকা, সাংবাদিকতা।