উষ্ণতা নেই

লেখক : দীপক মুখোপাধ্যায়

কুয়াশার চাদর জড়িয়ে আছে সারা শহর
ঘরে রুম হিটার জ্বলছে
দগ্ধ করছে বাতাসকে
উঁচু বাতিস্তম্ভের নিচে
স্বেচ্ছায় পুড়ে মরার জন্য
কিছু পতঙ্গ নিজেদের শেষ বারের
মতো  প্রস্তত করছে
নির্জন পথের ধারে
কৃষ্ণ প্রসাদের
গাড়ি বারান্দার পাশের
আবছা অন্ধকারে মেয়েটির কাঁধে
হাত রেখে যে যুবক কথা বলছে
আর হাসছে ;
তার বাঁদিকের গালে ক্ষতের দাগ
সে আমাদের পাড়ার ছেলে নয়
তবুও তাকে আমি চিনি ।
মেয়েটি তার প্রেমিকা ।
ওরা চলে গেলে
সারা শহর একটু একটু করে
শুষে নেবে কোনো রমণীর লিপস্টিকের রঙ
অথবা নেল পালিশ ।
রাত গভীর হলে কোনো মাতাল যুবক
ঘরে ফিরবে বেসামাল হয়ে
কোনো বেয়াদব ছেলে হয়তো
অন্য কোথাও রাত কাটাবে আজ ।
উষ্ণতার খোঁজ করবে হয়তো কোনো
নারী …..
যার যৌবন আর কয়েকটা দিন পর
চলে যাবে ……
আমার রুম হিটার  কাঁচা
বাতাস টেনে নিয়ে শুষ্ক করছে ঘর
তার কাছে ঋণী থাকব চিরদিন
শুধু উষ্ণতার জন্য।

লেখক পরিচিতি : দীপক মুখোপাধ্যায়
দীপক মুখোপাধ্যায় দীর্ঘ দিন থেকে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছেন। কৃশানু, দিগন্ত, দিগন্ত রেখা, আঁখি পট, প্রয়াস, দৃষ্টি, সঞ্চয়নী, গাণ্ডিব, নবার্ক, সপ্তাণ্ব্য়ী, বর্ণদূত, ভাষাপথ, অক্ষর সংলাপ এবং লোকায়ত সহ বিভিন্ন পত্র পত্রিকায় শ্রী মুখোপাধ্যায়ের লেখা প্রকাশিত হয়েছে । সম্প্রতি কানাডার টরেণ্টো থেকে প্রকাশিত 'আলোক রেখা' পত্রিকায় তাঁর কবিতা ভূয়সী প্রশংসা লাভ করেছে । শ্রী মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন । তাঁর একটি কাব্য গ্রন্থ নীল খাম প্রকাশ হয়েছে। বর্তমানে পেশা লেখালিখি এবং সমাজ সেবা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন