উত্তরাধিকার সহ এক ডজন ছোট্ট কবিতা

লেখক : আশরাফ উল আলম শিকদার

উত্তরাধিকার
ভাঙ্গা কুঁড়ে ঘর
হাত বদল বার বার, কাইজা
উত্তরাধিকার

সম্পর্ক
পাতে ভাজা মাছ
গুটি শুটি বসে ম্যাও
উঠোনে কুকুর

তাল পুকুর
নামে তাল পুকুর
তাতে ঘটি ডোবে না,
তাও ডোবাও কেনো?

মহাশূণ্যের নিরবতায়
প্রাণচঞ্চল বিশ্বের
চারিদিক মহাশূণ্য
নিরব, অন্ধকার

৯৯.৯
নিরানব্বুই দশমিক নয়।
পুরোটা নয়, প্রায় বা কাছাকাছি
করোনায় নয়া শব্দ

স্বাধীনতা..
মাটি নয়, দেশ চাই
মানুষ, ফসল আর ভাষা;
চাই স্বাধীনতা

ফল
আমার দুটো গাছ
একটায় ফল ধরে কম, আর
অন্যটায় পোঁকা

শিয়ালের দাঁতে ব্যাথা
শিয়ালের দাঁতে
ব্যাথা, মোরগের গলায়
জোর বাড়ে বড়

গৃহস্থ মোরগ
গাঁয়ের শিয়াল ফোকলা হলেই
গৃহস্থ মোরগ ডাকে জোরে
বিয়ান ভোরে

অবধারিত সংঘাত
মৃত্যুকে ভয় কী?
অবধারিত সংঘাত,
পরাজয় নিশ্চিত

কিশোরবেলায় মাঠ
কিশোরবেলায় মাঠ
যৌবনে খাট, পুকুর ঘাট
খুব লোভনীয়

গোলাপের কুঁড়ি
গোলাপের কুঁড়ি
বাসি, পড়ে মেঝেতে
স্মৃতির হিমঘরে


লেখক পরিচিতি : আশরাফ উল আলম শিকদার
আশরাফ উল আলম শিকদার, জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৬৪, লেখাই এখন সারা-দিনের কাজ। সেই সাথে বিজ্ঞাপণ, প্রিন্ট মিডিয়া, ইলেক্টনিক্স মিডিয়া ও ওয়েব ডিজাইন করেন শখে। পেশা: টিভি, ও সিনেমার জন্যে চিত্রনাট্য লেখা। ১৯৯০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপণী সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ করেছেন দুদশক। নেশা ঢাকার ইতিহাস আর কবিতা লেখা। ‘ঝিনুক ডট কমের‘ প্রতিষ্ঠাতা। গ্রন্থ: চিত্রনাট্য রচনাশৈলী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন