দৃশ্য ও অদৃশ্যতায়

লেখক : আলী ইব্রাহিম

কী অপরূপ অবতীর্ণ!
আমি এখন আগুনকে ভয় পাই
সুসংবাদ এনেছে বহতা নদী
জলের আলিঙ্গনে তুমি স্থায়ী।
মৃত্যুর পর আমি তোমার কাছেই ফিরে যাবো
আমি তোমার সেই সৃজনশীলতাই ঘোষণা করছি।
নিশ্চয়ই তুমি সব শুনছো!
এই! অমন করে কী দেখছো! আমাকে!
আমাকে দেখো না! আমাকে ডেকো না!
তোমার দৃশ্য ও অদৃশ্যতায় আমি এখন বিচলিত
একমাত্র ইবলিস তোমাকে উপলব্ধি করেছিল
আমি নিচে গেলাম। আজ আমি দু:খিত না।

লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
আলী ইব্রাহিম, সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া। স্থায়ী ঠিকানা: দক্ষিণ হাসিলকান্দি, সাঘাটা, গাইবান্ধা।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।