ভালোবাসার টাইমলাইন

লেখক : সমীক মজুমদার

নিশ্চিন্তপুরের সেই মেয়েটা অনেক বদলে গেছে
আজ বদলে গেছে তার টাইমলাইন,
প্রথম তাকে দেখেছিলাম ফেসবুকের ওয়ালে
ঠিক মনে নেই সঠিক দিনক্ষন সময়টা ,
প্রথম দেখায় ছিল তার প্রতি ভালোলাগা
অচেনা মেয়েটির ছবি দেখতাম দিনরাত।
একদিন বন্ধুত্ব হ’লো — এলো ভালোলাগা
সেই মেয়েটিকে নতুন নামে ডাকলাম
কী উচ্ছ্বাস নিয়ে সাড়া দিতো তার নতুন নামে,
বুঝলাম তার বুক পুড়ছে কিন্তু ঠোঁট বলছেনা
আমি সব পথ পেরিয়ে পৌঁছলাম তার কাছে,
তখন গ্রীষ্মের রৌদ্র ঝরানো বিকেলবেলা
সে দাঁড়িয়েছিল স্টেশনের প্রান্তিক গাছটার নীচে।
ভালোবাসলাম তাকে নানা স্বপ্ন ছায়ায়
তখন তার টাইমলাইন বদলে গেলো নানা রঙে,
আমি দেখবো বলে কত ছবি তুলত
কত নতুন নতুন লেখা সৃষ্টি হতো তার কলমে,
আমি বলতাম তুমি সুন্দর
তুমি বলতে “তোমার চোখে শুধু আমি,আমি, আমি”।
দিনরাত ভাসতাম তোমাকে নিয়ে
বিশ্বাস করো, তোমার গায়ের গন্ধটা আ’জো পাই,
পাইনা শুধু সেই মেয়েটার সাথে প্রথমবেলা,
আজ তার টাইমলাইন বদলে গেছে
বদলে গেছে আমার নতুন নামের মেয়েটা,
আজ আমি তার ব্লক লিস্টে
একদিন মেসেঞ্জারে না এলে কত অভিমান করতে
আজ সেই তুমি আমাকে মুছে দিলে সবটুকু থেকে।
আমি তোমার জন্যে বিরহের কবিতা লিখিনি
সবটুকু লেখা ছিল নতুন নামের মেয়েটির জন্যে,
তুমি ব্লক করলে বলে দোষ দিইনি কোনদিন
যেটুকু পেয়েছি সেই সব হারানোর অনেক পাওয়া -,
তুমি বদলে গেছো বলে বদলাইনি আমার টাইমলাইন
আজো অনেকটা স্পেস রেখেছি তোমার জন্যে,
যদি কোনদিন ব্লকলিস্ট খুলে দেখতে পাও
তুমি দেখে নিও তোমার জায়গাটা কতটা দিয়েছি।
আজ তোমার টাইমলাইন আমার কাছে আসেনা
কিম্বা তুমি অন্য কিছু দিয়ে দেখো আমাকে
আমি জানতেও পারিনা সেই নতুন নামের মেয়েটিকে
খুব খুব ভালোবাসতাম তোমাকে
সবাই তোমার নতুন নামে চিনতে পারলো একদিন
কিন্তু আজ আর সে নাম নিলাম না —
পাছে তোমায় সবাই মন্দ ভাবুক বলে,
তোমাকে ভালোবাসি বলে কিম্বা —
বদলেছো বলে নারী ছলনাময়ী বলে পোস্ট করিনি,
তুমি আমার সেই নতুন নামের মেয়ে
ভালোবাসি বলে কাঁদিনি তোমার বদলে যাওয়ায়
শুধু মনে হয়েছে কী ছিল আমার সেই অপরাধ !!
আজ তোমার টাইমলাইনে কত মন্তব্য পড়ে
আমার মন্তব্যটা নাই’বা রইলো
তবু তুমি শুধু তুমি আছো আমার সবটুকু জুড়ে
শুধু বদলাইনি আমার টাইমলাইন!


লেখক পরিচিতি : সমীক মজুমদার
বই, খাতা, কাগোজ, কলম নিয়ে আমার কাজ, আমার নাম সমীক, নিউয়ালিপুর আমার বাস। হিসেব, নিকেশ আর সাথে নিয়ে কম্পিউটার, তৈরি করি, প্রতি বছর, ইঞ্জিনিয়ার আর ডাক্তার। বয়েস আমার ৫১+ আর যজ্ঞতা মাস্টারস, একা আমি নিজের মতন, নেই কোনো ব্রাদার্স আর সিস্টার্স। কর্মরত কর্পোরেটে, আকাশ ইনস্টিটিউট জার নাম, বিশ্ব জোরা খ্যাতি তার, দিল্লি তে তার ধাম। আমার পোস্টিং কলকাতা তে, সবার প্রিয় শহর, গান, গুন কিছুই নেই আমার, শুধুই নামের বহর। বৃদ্ধা মা, আমি আর ছেলে, এই আমার সংসার, খেয়ে, পরে চলে জায়ে, নেই কোনো অহংকার।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন