লেখক : রাজীব চক্রবর্ত্তী
প্রতিদিন ভাঙনের শব্দ শুনি,
স্বপ্ন
আশা
সম্পর্ক
বিশ্বাস…
ভেঙে যায় কাচের মত।
আপন খেয়ালে নদী দু’কুল ভাঙে রোজ,
শহরে ভাঙে
পুরনো বাড়ি, নতুন সেতু,
পথের খোঁজে ভেঙে যায় পাহাড়,
গাছের ডাল ভাঙে
সভ্যতার কষাঘাতে,
ভেঙে যায় ডানাভাঙা পাখির আশ্রয়।
এত ভাঙনের ভিড়ে চির অক্ষয় –
নির্দয় লোভের অদৃশ্য হাত।
লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।

