লেখক : আদুরি
রক্তপাতহীন আমার শহর
এই শহরে নেই কোন যুদ্ধ
এখানে নেই কোন couple-দের খেলা
এখানে শুধু single-দের মেলা
এই শহরে রইল তোমার নিমন্ত্রণ
আসতে যেন না চায় তোমার মন
কারণ তুমি যে চৌম্বকীয় আকর্ষণ
তোমার অজান্তেই আকর্ষিত হয় আমার মন
হয় যদি এমনই টান
তাহলে ভেঙ্গে যাবে যে এই শহরের বিধান
লেখক পরিচিতি : আদুরি
আমি একজন ছাত্রী। আমার বয়স ১৯ বছর। আমরা ৪ ভাই বোন।
একাহীন আমার শহর