লেখক : বিজুরিকা চক্রবর্তী
হাঁটছি যখন হিসেব করে, মা
মাপছি যখন দিনের আলো,
কি বা হবে খাতায় ভরে
ছন্নছাড়া কাব্যগুলো?
দাগেই যদি চাঁদকে চিনি
রাতকে কেবল অন্ধকারে
দু’পয়সাতে আকাশ কিনি
মুছতে তারা বারেক-বারে,
মাটির ঘরে দুঃখ রাখি
মেঘের দেশে বিরক্তি সব
বাতাস মাপার হিসেব বাকি
অশান্তিরা আজও সরব।
ফুলের গন্ধে বিষের প্রলেপ
সবুজ ঘাসে নষ্ট সময়
ঠোঁটের কোণায় শ্লেষ নিক্ষেপ
অন্তর্জাল সুখ বিষয়!
বাঁচব তবু তোমার আশায়
সাতজন্মের ভরসা নিয়ে
রোদ-চশমার ভালবাসায়
তোমার বুকেই হৃদয় দিয়ে।।
লেখক পরিচিতি : বিজুরিকা চক্রবর্তী
বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদমের, বাসিন্দা। সেন্ট জেভিয়ার'স কলেজ থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্ৰী পাওয়ার পর বর্তমানে এন.আর.এস মেডিক্যাল কলেজের এম.আর.ইউ ডিপার্টমেন্টে রিসার্চ-সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। কবিতা লেখা হঠাৎ করে খুঁজে পাওয়া এক জেদী, একরোখা, অবিচ্ছেদ্য বন্ধু। এখনও যেই বন্ধু বেইমানি করেনি। 🙏