উই ওয়ান্ট জাস্টিস মনে প্রাণে

লেখক : প্রদীপ মুখোপাধ্যায়

তিলোত্তমা তিলোত্তমা
জ্বলছে আগুন, তিলোত্তমা
মিছিলে মিছিলে
স্লোগানে স্লোগানে,
‘জাস্টিস’ চাই মনে প্রাণে।
ধর্ণা মঞ্চে গানে গানে
সকল নিরিখে একটাই সুর,
‘জাস্টিস’ চাই মনে প্রাণে।
কাব্য কথায় বলছি তাই
তিলোত্তমার বিচার চাই,
তোমার পায়ে, আমার পায়ে
পায়ে পায়ে পথ চলা,
বিচার চাওয়ার দাবি নিয়ে,
এস সবে মিছিলে
রয়েছে দেখো, পথ খোলা।
হয়তো দেখো পাতলে কান
শুনতে পাবে তার গলা,
বলছে দেখো-
“দেখো
আলোয় আলোয় আকাশ,
দেখো আকাশ আলোয় ভরা
দেখো যাওয়ার পথের পাশে,
ছোটে হাওয়া, পাগলপারা
এত আনন্দ আয়োজন,
সবই বৃথা আমায় ছাড়া।”


লেখক পরিচিতি : প্রদীপ মুখোপাধ্যায়
প্রদীপ মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম হাওড়ায়, ২৮ অক্টোবর ১৯৭৩ সালে। পেশায় ব্যবসায়ী হলেও তাঁর অন্তরজগৎ জুড়ে সাহিত্য ও সংস্কৃতির গভীর অনুরাগ। তিনি একজন সুপ্রতিষ্ঠিত কবি, লেখক ও সাহিত্যিক, যিনি কবিতা ও গদ্য উভয় ধারাতেই সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর লেখায় থাকে মানবিক অনুভূতির সূক্ষ্ম ছোঁয়া, সমাজচেতনার দীপ্তি এবং ভাষার সৌন্দর্য। তিনি "কবিতাক্ষর" নামক একটি বহুল আলোচিত ও পরিচিত সাহিত্য পত্রিকার সম্পাদক, যা হাওড়া থেকে নিয়মিত প্রকাশিত হয়। এই পত্রিকা নবীন ও প্রবীণ কবিদের জন্য একটি সৃজনশীল মঞ্চ, যেখানে বাংলা কবিতার নতুন ধারা ও ভাবনার প্রকাশ ঘটে। তাঁর সম্পাদনায় "কবিতাক্ষর" হয়ে উঠেছে বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সংযোজন। প্রদীপ মুখোপাধ্যায় ইতিমধ্যে বহু সাহিত্য সম্মানে ভূষিত হয়েছেন, যা তাঁর প্রতিভা ও সাহিত্য সাধনার স্বীকৃতি। তাঁর কবিতা যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি তাঁর আবৃত্তি ও সাহিত্যচর্চা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up