দেখিনা তোমায়

লেখক : সুমাইয়া বিনতে ইয়াহইয়া

আকাশটা যেন নড়বড়ে বৃষ্টি নামবে এখনি আকাশের বুকে কান্নার ঢেউ সে চিৎকার করে কিছু বলতে চাচ্ছে! নিভৃতে প্রকাশ করতে চাচ্ছে মনের ইচ্ছে গুলো কে,  তবে তাকে কিছু একটা বাধা দিচ্ছে, অবশেষে  আকাশের বুক চিরে নেমেই পড়লো বৃষ্টি, এ যেনো বৃষ্টি নয় আমার মনের বয়ে যাওয়া যত ঝড় ঝড়ে যাচ্ছে …!
আমি জানালার দ্বারে দাড়িয়ে দেখছিলাম বৃষ্টির সেই আবেগময় কান্না, অনুভব করছিলাম আমার কষ্ট গুলোকে।
ইশ আমিও যদি এভাবে কাঁদতে পারতাম, বৃষ্টি হয়ে ঝড়তে পারতাম! তাহলে বোধহয় একটু আধটু হলেও দুঃখ গুলো কমত।
তোমাকে না দেখার তৃষ্ণা আমাকে শেষ করে দিচ্ছে
একটু এসে তো ধরা দিতে পারো চক্ষু শীতল করার জন্য, তুমি বোধহয় জানোইনা আজ বহুকাল হয়ে গেলো দেখিনা তোমায়।


লেখক পরিচিতি : সুমাইয়া বিনতে ইয়াহইয়া
লেখক বা লেখিকা হওয়া অতটাও সহজ নয় তবে নিজের ইচ্ছে দিয়ে যতটুকু পারি আলোড়ন ছড়াতে চাই সবার মাঝে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum