লেখক : ভাস্কর সিন্হা
সেই পৃথিবী ছিল অন্যরকম—স্বপ্নের মত, অথচ নিখাদ বাস্তবের মত ছুঁয়ে যাওয়া। সেখানে মানুষ বাঁচত না কেবল খাবার, পোশাক বা ঘুমের হিসাব মেলাতে। প্রতিটি হৃদয়ের ভেতর ছিল এক নীরব শিখা—নতুন কিছু গড়ার অদম্য তৃষ্ণা। চোখের দৃষ্টি ছিল দীপ্ত, যেন তারা প্রত্যেকেই দেখছে এমন এক ভোর, যা এখনও আসেনি।
রাস্তায় হাঁটলে দেখা যেত পাথরের বেঞ্চে বসে কেউ ছেঁড়া খাতায় লিখছে নতুন সঙ্গীতের লিরিক, কেউ আঁকছে কাগজে অদ্ভুত রঙের মিশ্রণ, যা আগে কেউ ভাবেনি। মফস্বলের চা-দোকানের ধোঁয়া ওঠা কাপে চুমুক দিতে দিতে কেউ আলোচনা করছে, কীভাবে গ্রাম আর শহরের ফাঁক মুছে ফেলা যায়। নবীনকণ্ঠের সেই আলাপচারিতায় ছিল না কোন ভয়, কোন শেকল।
তাদের শব্দগুলো ছিল মুক্ত—যেন পাহাড়ি নদীর জল, যে নিজে পথ বানিয়ে নেয়, বাঁধ মানে না। তারা প্রথা বা নিয়মের নাম করে বসানো ইঁটের দেওয়াল ভেঙে এগিয়ে যেত। কেউ বলত, “যদি এই পথই সবার চেনা, তবে আমাদের অন্য পথে হাঁটতেই হবে।” আর সেই বাক্যগুলো, সেই বেপরোয়া হাসি, রাতের আকাশে উড়ে যেত, নক্ষত্রের ভেতর লুকিয়ে থাকত, আবার ভোরে ফিরে এসে নতুন কারও স্বপ্নে ঢুকে পড়ত।
মনের গভীর থেকে উঠে আসা সেই শব্দগুলোতে ছিল আগুন, আবার শিশিরের মতো কোমলতা। তারা পৃথিবীর সকল তারুণ্যের কানে কানে বলত, “তুমি কি প্রস্তুত এমন এক পৃথিবী দেখতে, যা আজও কেউ দেখেনি?”
কেউ চোখ বুজে শুনত সেই ডাক, কেউ সঙ্গে সঙ্গে খাতা-কলম তুলে নিত। কেউ শহরের দেয়ালে আঁকত বর্ণময় গ্র্যাফিটি, কেউ নীরব নদী তীরে বসে পরিকল্পনা করত নতুন কোন আশ্রয়ের। যেন তারা সবাই একসাথে লিখছে এক বিশাল, অদেখা কাব্য, যার প্রতিটি পঙক্তি ভবিষ্যতের দিকে খুলে দিচ্ছে দরজা।
কালের স্রোতে সেই পৃথিবীর অনেক কিছুই হয়ত মুছে গেছে, ঢেকে গেছে ধুলোয়। কিন্তু যারা একবার সেই গল্প শুনেছে, তারা আর আগের মত থাকেনি। আজও, কোথাও না কোথাও, কোন তরুণের মনে হঠাৎ এক নতুন স্বপ্নের আলো জ্বলে ওঠে, কোন পুরনো শিকল ভেঙে পড়ে, আর সেই অদেখা পৃথিবীর গল্প আবারও ডানা মেলে উড়ে যায়—অপরিচিত কোন ভোরের দিকে।
লেখক পরিচিতি : ভাস্কর সিন্হা
বিশ্ব ভারতী এবং আই আই টি দিল্লীর প্রাক্তনী। দুবাই নিবাসী। বিভিন্ন পত্রিকা, সাময়িকী, পুস্তক ইত্যাদিতে অনেক লেখা বেরিয়েছে। দুটি স্বনামে ইংরেজিতে পরীক্ষা বিষয়ক পুস্তক প্রকাশিত হয়েছে ব্রাইট পাবলিকেশন থেকে। এবারের কলকাতা পুস্তকমেলায় নৈঋত প্লাবিকেশন থেকে প্রকাশিত হয়েছে "Strings of Pearls". কেতাবই প্রকাশন একটি ঐতিহাসিক উপন্যাস নিয়ে আসছে।