লেখক : অনুতম কুণ্ডু
“নুন দেবে না মা। আর ডিমটা এতটা বয়েল করেছো কেন? Half বয়েলড রাখবে!”
“খুব যে বডি বানাচ্ছিস, কার জন্য শুনি? বাজারটা একটু করে দিতে বলি, তার বেলা তো আপনার সময় হয় না!”
মুখ নিচু করে হেসে ফেলে সুদীপ্ত বলল, “কেন, নিজের জন্য বানানো যায় না!”
প্রায় এক বছর পর সুদীপ্তর সঙ্গে দেখা। পুজোর ছুটিতে কলকাতা ফিরলাম। আমায় দেখে সেই পরিচিত হাসিটা দিতে ভোলেনি। হ্যাঁ, খোঁচা খোঁচা দাড়ি, ঢুকে যাওয়া গাল আর নিষ্প্রভ চোখের চাহনিতে তাকে বড়ই শুকনো দেখাচ্ছিল। তার গায়ের ফুলহাতা চেক শার্টটাও ঢলঢল করছে। বলল, “আগে বিশুদার দোকানের চা-তেলেভাজা, তারপর অন্য কথা।”
লেখক পরিচিতি : অনুতম কুণ্ডু
কলেজ পড়ুয়া, ২১ বছর বয়স