পথ বেঁধে দিল

লেখক : অরিত্র চট্টোপাধ্যায়

– হঠাৎ, এদ্দিন পরে… পথ ভুল করে?
– আসবো ভেবেছি অনেকবার…
তারপর যেমন হয়…আসা হয়নি আর
– আজ, তবে…কীভাবে?
– এসেছিলাম কাজে, ভাবলাম তার মাঝে
যদি একবার
আবার
দেখা পাই, তাই…
– হুম, বুঝলুম। তাও ভালো,
মনে আছে এখনও
পুকুরের পাড়, তিনমাথা মোড়, সরুগলি…
– ভুলিনি কিছুই। দেখা হলো, এবার চলি।
– সে কী! এই তো এলেন এখনই যাবেন কী!
– দাঁড়াবো না আর
কাজ আছে, ফিরি এবার।
দেখা হলো তবু, এই দেখাটুকু
রাখবো জমিয়ে
– বেশ! এটুকুই থাক, স্মৃতি হয়ে।
জানি না, আর দেখা হবে কী না,
ভিন্নস্রোতে ভেসেছে জীবন।
তবু পোড়ামন
ভোলে না কিছুই
যা কিছু ভোলাতে চাই।
– জানি, সব কথা আসে ফিরে ফিরে
যা ভুলতে চেয়েছি একেবারে।
তাই
এসেছি আবার, এবার ফিরে যাই।

অবসাদে কিছু পথ পড়ে থাকে পথে
অনাদরের আদরে, অবুঝ শপথে
যারা মিশেছিল একদিন। গেছে ফিরে।
ভালোবেসে কাছে এসে দাঁড়িয়েছে দূরে।
আলগোছে এলোমেলো পথহাঁটা শেষে
পথে এসে দাঁড়িয়েছে পথ ভালোবেসে।
শুরু নেই, শেষ নেই, আছে শুধু চলা
পথই স্বজন শুধু, থামে কথা বলা!

পথ, ধূধূ পথ; ওরা অনিকেতপন্থী
‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি’।


লেখক পরিচিতি : অরিত্র চট্টোপাধ্যায়
অরিত্র চট্টোপাধ্যায় জন্ম মালদায় হলেও জন্ম বা কর্মসূত্রে সেরকম মাল-দার হওয়া গেল না যখন, তখন মাল বা ঐশ্বর্যের সন্ধানে সময় কাটে বই পড়ে, গান শুনে, একটু-আধটু আবৃত্তি-চর্চায়। তারই ফাঁকে ফাঁকে খাতায় চলে হিজিবিজি কাটা, সে অবিশ্যি শেষ অব্দি লেখা হয়ে ওঠে কি না সে বিচারের দায় লেখকের নয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন