পৃথিবী আমাদের দখলে

লেখক : সম্প্রভ মিত্র

নীলু কাকা লাঠিটা উপরে তুলে সজোরে ঘা বসালেন কুকুরটার গায়ে। যন্ত্রনায় ছটফট করতে লাগলো সে। তার আর্তনাদের সুর আশপাশ এর হাওয়া কাঁপিয়ে পৌঁছে এলো আমার কানে। মনে যেন জ্বালা ধরিয়ে দিলো। তীর বেগে আমি অগ্রসর হলাম নিলু কাকার দিকে , বললাম ” এটা কিন্তু তুমি ঠিক করলে না কাকু , রাস্তা সে নোংরা করেছে আমি মানছি , কিন্তু তোমার কাছে কি এমন কোনো যুক্তি আছে যা দিয়ে তুমি বলতে পারবে সে ইচ্ছা করে এই কাজটি করেছে , আর তা ছাড়াও তোমাকে এই নিরীহ পশুর গায়ে আঘাত করার অধিকার কে দিয়েছে ?”। তাঁর মুখে বিরক্তির ভাঁজ দেখা দিলো। তিনি রেগে বললেন ” যা করেছি বেশ করেছি , কুত্তার বাচ্চা কে পরের বার হাতে পেলে জান এ মারবো । ” এই কথা শুনে আমি আর তর্ক বাড়ালাম না। মনে মনে ভাবলাম ‘ যেই কাকু কে ছোট থেকে জেনে এসেছি একজন সুবুদ্ধি সম্পন্ন ভদ্রলোক হিসেবে , তাঁর আসল রূপ এই ‘ বুকের ভিতর তা যেন কেঁপে উঠলো। মনে জিজ্ঞাসা জেগে গুলো ” এই পৃথিবী তা কি শুধুই আমাদের , তাদের কি এখানে কোনো জায়গা নেই , কোনো অধিকার নেই ?’আমার মনের আগুনকে কে যেন কিছুতেই শান্ত করতে পারলাম না অথবা বলতে পারি শান্ত করার ইচ্ছা প্রকাশ করলাম না কারণ আমি সেইদিন থেকে বুঝলাম যে যেইদিন ওই আগুন নিভে যাবে , সেইদিন ই আমিও এই নররাক্ষসদের দোলে যোগ দেব, বিসর্জন দেব আমার সমস্ত মানবতা কে।


 

লেখক পরিচিতি : সম্প্রভ মিত্র
বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র, খেলা পাগল, অবসরে লেখালিখি করতে ভালোবাসি। পৃথিবীকে প্রত্যেকদিন নতুন জানলা খুলে দেখতে ভালোলাগে আর বাঙালী মানেই তো খাওয়া পাগল, অন্য অর্থে খাদ্যরসিক৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum