রানী

লেখক : প্রিয়ানি মজুমদার

আমি তোমার রানী। নীরবতার শহরে বাস করি, যে শহরে শুধু অন্ধকার, পূর্ণিমার স্নিগ্ধ চাঁদের আলোয় ভরপুর, যেখানে মানুষের অস্তিত্ব নেই, শুধু আছি আমি। আমার কোমলতার ছোঁয়া যে শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে, সেথা এক নিশিরাতে তুমি প্রবেশ করলে, তারপর সব উলটপালট হয়ে গেল। তোমাতে আমি ডুবে গেলাম। তোমার চোখের মায়ায় আমাকে জড়িয়ে ফেললে। আমি টের পেতাম যখন তুমি আমার শহরে প্রবেশ করতে। তোমার মধুর সুগন্ধে আমার শহর মাতাল হয়ে যেত। তোমার পায়ের সে মৃদু ছন্দে মুখরিত হত আমার মন। চঞ্চল হয়ে উঠত আমার হৃদয়। তোমার প্রেমের মধুর সুগন্ধ আমাকে তোমার কাছে টানত, কিন্তু…

আমি তোমাকে এতদিন ধরে দেখছি, কিন্তু এখনও জানতে পারলাম না যে তুমি এই শহরে কেন এসেছ?

হয়ত প্রেম ভালবাসা ছড়াতে… তুমি জানোই না যে তুমি অন্ধকার শহরের রানীকে আকৃষ্ট করছ, যে কঠোর হাতে তার রাজ্য শাসন করে এসেছে। তোমার প্রতিটি উপস্থিতি আমার হৃদয়ে ছুরির ফলার মত আঘাত করছে। সইতে পারছি না গো আর, তুমি যে আমার রাজ্যে, আমার মধ্যে বিলীন হয়ে যাচ্ছ। যেও না…

এত সহজে তোমার অন্ধকারের রানী তোমার হাতে ধরা দেবে না, চিন্তা করো না। অন্ধকার জগতে তুমি যে আলোর দিশারী হয়ে এসেছ, তা আমি বেশ বুঝতেই পারছি। কিন্তু কেন?

আমার আলো পছন্দ না। কিন্তু তোমার ছড়িয়ে দেওয়া সেই ভালবাসার রোশনাইয়ের মধ্যে আমি ডুবে যাচ্ছি। তুমি সেই স্নিগ্ধতা, সেই পবিত্রতা, যার কাছে পাপও হার মেনে যায়। তোমার প্রেমের মধুর ঘ্রাণ আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, মাতাল হয়ে যাচ্ছি।

অনেক কিছু লিখে ফেললাম তোমাকে নিয়ে, কিন্তু সবই যে কম আমার কাছে। তুমি আমার কল্পনা। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমায় ভালবাসার শহরের রাজা, আর আমি তোমার না হওয়া রানী।


লেখক পরিচিতি : প্রিয়ানি মজুমদার
প্রিয়ানি মজুমদার

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up