রসদ

লেখক : প্রিয়াংকা রাণী

।। ১ ।।

নিশ্চুপ পূর্ণিমার রাত্রি। বাড়ির পিছনে পূর্ণিমার আলোয় ঝলসানো ঝিলটার পাশে বসে আছে অনন্ত আর মাধবী। মাধবীর চোখে মুখে পূর্ণিমার আলোর হাসি আর তৃপ্তি। অনন্ত বলল, “বিয়ের পর থেকেই প্রতি পূর্ণিমার রাতে তুমি আমায় এখানে নিয়ে আসো। কেন বলোতো?”
-” আমার ভালোবাসার জিনিসগুলো তোমায় একদিন দিয়ে যাবো বলে।” মাধবীর ঠোঁটের কোণে মন ভোলানো হাসি। হাসি অনন্তর মুখেও।

।। ২ ।।

কয়েক মাস পর………

পূর্ণিমার এক রাতে  ঝিলের পাশে অনন্ত একা বসে। সেই আগের মতোই চাঁদ , চাঁদের হাসি, চাঁদের আলো……সবই আছে। শুধু নেই মাধবী। বিষাদ ভরা অন্তর আর জলভরা চোখে অনন্ত মনে মনে বললো, ” নাঃ মাধবীও আছে — এ সবকিছুর মাঝে ; আর আছে আমার একাকী বেঁচে থাকার জীবনের রসদ।”

 


লেখক পরিচিতি : প্রিয়াংকা রাণী
আমি প্রিয়াংকা।জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। পড়াশোনা করেছি চট্টগ্রামেই। গল্প, উপন্যাস পড়তে ভালবাসি। আর ভালবাসি গল্প লিখতে। পড়াশোনা করা অবস্থায় স্কুল,কলেজ ম্যাগাজিনে তিনবার আমার লেখা গল্প ছাপানো হয়েছিল।বর্তমানে বাস করছি ইতালিতে। আমার লেখা গল্প পড়ে ভালো না খারাপ লাগলো তা জানালে অনেক বেশি ভালো লাগবে।

5 Comments

  1. আলী ইব্রাহিম

    অনুগল্প পড়ি না। তবে আপনার লেখা পড়তে হলো। ভালোও লাগলো। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum