স্মৃতি পাতার ক্ষয়

লেখক : নেশান্তপ্রতীক আশরাফ

আমি চাই, আমার কোন স্মৃতি মনে পড়লে তোমার হৃদয়ে যেন হালকা এক দুঃখ নেমে আসে।
কিন্তু পরক্ষণেই মনে পড়ে— আমি তো এখন আর তোমার কোন স্মৃতির পাতায় নেই।
তাহলে মনে পড়বেই বা কেন, দুঃখই বা হবে কেন?
তোমাকে তো কেউ পেয়ে গিয়েছে সাধনা ছাড়াই, সহজে, অনায়াসে!
যে কষ্টটা তোমার হওয়ার কথা ছিল, তা আজ আমার বুকেই স্থায়ী ঠিকানা গেড়েছে।
এই চেনা রাস্তায়, চায়ের দোকানের নির্লিপ্ত আড্ডার মাঝে
যখন দেখি তুমি লাগেজভর্তি স্মৃতি নিয়ে বাপের বাড়ি ফিরছ
তখন বুকের ভেতরকার জল যেন শুকিয়ে যায় নিঃশেষে।


লেখক পরিচিতি : নেশান্তপ্রতীক আশরাফ
আশরাফুল ইসলাম যার ছদ্মনাম নেশান্তপ্রতীক আশরাফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up