সময় সৈন্য

লেখক : মুহাম্মদ জাহিদ।

                                   

একটি নির্ঘুম রাত কেটে গেল। সকাল হয়ে গেছে আমি এখনো তাকিয়ে আছি ঘন কালো আকাশের দিকে। ঘন কালো‌ আকাশে নিল আভা ছড়রিয়েছ। শেষ সিগারেটটা আগর বাতির মতো জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। চোখে ও ঝাপসা দেখছি এখন‌। আলো‌ কমে আসছে।মাথা ব্যাথা টা প্রচন্ড বেড়ে গেল।

আশ্চর্য আমি হাত দিয়ে মাথা টা ও‌ ধরতে পারছি না‌‌। হাত কাজ করছে‌  না। একটি লাইন‌ মাথায় এসেছে। লিখে রাখতে ইচ্ছে করছে।‌ কেন‌ জানি সব ভুলে যাই আজকাল।

                   প্রাণী কুলের মৃত্যু ঘটে ছএ ভঙ্গ হলে
মৌমাছির মৃত্যু ঘটে তোমায় পেয়ে গেলে ।
স্বচ্ছ আকাশ নির্বাক প্রভু
তোমায় আমি পাইনি বলে মৃত্যু হবে না আমার কভু।
 আমি অমর ,
যেমনটা ছিলো মির্জা গালিব।
আমি অমর,
যেমনটা ছিলো হারমাচিশ।
 আমি অমর,
 যেমনটা ছিলো হুমায়ূন স্যারের শুভ্র।

আমায় কেও মারতে পারবে না আমি বেঁচে রবো অনির্দিষ্টকাল…. অনির্দিষ্টকাল….. অনির্দিষ্টকাল……

 
অন্ধকার হচ্ছে কি ? আমি দেখতে পারছি না কিছু।হাত পা কাজ‌ করছে না । হঠাৎ অন্ধকার সরে গিয়ে একটি ছায়ামূর্তি কিছূটা দূরে দাঁড়ালো । মূর্তিটি কি কিছু বলছে ? হ্যাঁ বলছে। একটি কথা ভেসে আসলো…. তুমি কি প্রস্তুত ?

আচ্ছা এই কি তবে শেষ ডাক ?


লেখক পরিচিতি : মুহাম্মদ জাহিদ।
আমি একজন ছাত্র

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।