গিভ এন্ড টেক পলিসি

লেখক: প্রদীপ দে

— আরে মালবিকা না? চিনতে পারছো না? আমি …..
কথা শেষ হলো না। ও হিলতোলা জুতোয় খটাখট আওয়াজ তুলে মেলার কৃত্রিম গলির বাঁ দিকে বেঁকে গেল।
কীরকম ব্যাপারখানা হলো? মালবিকা আমায় চিনতে পারলো না কেন? ওর চোখে রোদচশমা ছিল, তাই কি?
মাথা কাজ করলো না। আজকের মেলাটার আনন্দ মাঠেই মারা গেল!
মেলা থেকে বেরিয়ে আসছি, দু-তিনজন শাগরেদ বন্ধু নানান আওয়াজ তুলে ডাকলেও পিছন ঘুরে দেখলাম না, একরকম অগ্রাহ্য করেই বইমেলার বড় তোরণ অতিক্রম করলাম।


রাতে লিখতে বসেছি। মোবাইল বেজে উঠলো। একটা নম্বর ভেসে এল, নামবিহীন। রাত তখন ১২টা ৪০ মিনিট। কী করবো? ধরবো? একটু দেরি করেই টুক করে ধরে নিলাম।
— হ্যালো
— হ্যালো — হ্যাঁ — আমি মালবিকা….
আমি চমকে উঠলাম। নিজেকে গুছিয়ে বসলাম, — হ্যাঁ — কী ব্যাপার বলো? তখন আমায় চিনতে পারলে না কেন?
— আস্তে বাপু আস্তে! সেটা বলতেই তো ফোন করলাম। খুব ঘাবড়ে গেছিলে না?
— হ্যাঁ, সেতো বটেই। তা নম্বর কোথা দিয়ে পেলে?
— ওইটাই না। মেলা থেকে তোমার একটা বই কিনলাম। তাতেই তোমার নম্বর ছিল।
— ওরে বাবা? বই কিনলে? কিন্তু কেন?
— দেখলাম স্টলে তোমার বই, কিনে ফেললাম, দেখলাম পিছনে ফোন নম্বর আছে, কাজে লেগে গেল।
— বাঃ ভালো। কিন্তু আমার সঙ্গে কথা বললে না কেন?
— সঙ্গে স্বামী ছিল তাই।
— ওঃ — রাহুল ছিল?
–হ্যাঁ। ঠিকই ধরেছো। ওর ভীষণ সন্দেহ। আমাকে বিশ্বাসই করে না। শুধু আমায় কেন সকল মেয়েদের সন্দেহ করে। মেয়েমাত্রই খারাপ — ওর কাছে।
— ওমা সেকি? তাহলে বিয়ে করেছে কেন?
— ওই যে দাসীবৃত্তি করানোর জন্য আর শরীরের খিদে মেটানোর দায়ে।
— সেকি? এই যুগে? আর তুমিই বা কী? নিজে আধুনিকা হয়ে এই নিয়ম মেনে নিয়েছো?
— তা কেন আমিও কি ধোওয়া তুলসী পাতা? তুমি তো ভালো জানো। সমীরের মতো পুরুষের ভালোবাসার জন্য আমায় বিয়ের আগেও মা হতে হয়েছে?
— সেটা তো এক্সিডেন্টিয়াল!
— তা কেন আমি তো সেচ্ছায় ওকে আমার শরীর দিয়েছি, হ্যাঁ যদিও ভালোবাসার নামেই, তখন কি একবারও সতীত্ব কথাটার গুরুত্ব ভেবে দেখেছি?
— তা হোক সেটায় ভালোবাসা ছিল। কিন্তু এখানে তো ভালোবাসা বলে কিছু নেই, মনে হয় আছে শুধু দেওয়া-নেওয়া।
— একদম ঠিক বলেছো। এখন শুধুই নিরাপত্তার জন্য সম্পর্কে থাকা। আমার স্বামী একজন ধনী পুরুষ। আর আমি ছাড়া দ্বিতীয় কোনো মালিক নেই।
— কেন তোমাদের সন্তান-সন্ততি?
— না নেই। আমার যুবতী বয়সের স্বেচ্ছাচারিতায় তা নষ্ট হয়ে গেছিলো। স্বামী কিছু জানে না অবশ্য। ও জানে এটা ওর দোষ। সুবিধাটা কোথায় জানো? ছোটবেলা থেকেই ধনী ঘরের ছেলে ভালো-খারাপ অনেক মেয়ের সঙ্গেই রাত কাটিয়েছে।
— তা হলে তোমার দুঃখ অনেক কম? তাই বলছো?
— তা ঠিকই বলেছো, একদম ঠিক কথা।
— সত্যি কথাটি তুমি স্বীকার করেছো। ভালো লাগলো — দেওয়া-নেওয়ার পলিসি জেনে। তোমাকে আমার খুবই দরকার ছিল, ভগবান তোমার দেখা পাইয়েও দিল, কিন্তু তুমি এড়িয়ে গেলে, এখন যখন ফোন করেছো তখন তোমায় বলে ফেলি — কি বলো?
— নিশ্চয়ই বলবে।
— তোমরা দত্তক নিতে পারো না? মানে এত যখন সম্পত্তি?
— হ্যাঁ। ভেবেছি এই ব্যাপারে। রাহুলেরও ইচ্ছা আছে।
— তবে একটা কাহিনী বলি। সমীর বিয়ে করেছিল। ওর একটা চার বছরের পুত্র সন্তানকে রেখে ওর স্ত্রী হঠাৎই ক্যানসার রোগে মারা যায়। অস্বাভাবিকভাবে বর্তমানে সমীরও ওই রোগে ধরাশায়ী। ও ছেলেটাকে কোনও আশ্রমে দিয়ে দিতে চাইছে।
— হোয়টস ইউ সে —
— ইয়েস আই জাস্ট সে ট্রু…
আর কোনও কথা নয়। আমি মোবাইলের লাইনটা কেটে দিলাম। ও আমাকে অবজ্ঞা করেছে, সত্যি কথা বলতে সমীর ওকে, ওদের এসে যাওয়া সন্তানকে মেনে নিতে চেয়েছিল, কিন্ত মালবিকাই ভালোবাসার নামে রূপবদল করেছিল। অথচ ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস? মালবিকা আজ বহাল তবিয়তে আর সমীর অসহায়! তাই ফোন কেটে দিলাম। দরকার হলে, জ্বলেপুড়ে মরুক মালবিকা, ওর মন থাকলে ও আমাকে ঠিক খুঁজে নেবে।


লেখক পরিচিতি: প্রদীপ দে

বয়স – ৬০ বছর, পেশা – হিসাব সংক্রান্ত, নেশা – লেখা, এখনও পর্যন্ত চারটি বই প্রকাশিত হয়েছে, ভবিষ্যতে আরও বই প্রকাশের অপেক্ষায় । মূলত উপন্যাস, গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ প্রভৃতি লেখালিখি করেন।





শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।