তাই তো কাঁধে নিই

লেখক : শৌনক ঠাকুর

“তুমি সব সময় আমাকে কাঁধে চাপাও কেন বলো তো?” ছেলেটা প্রশ্ন করল।
বাবা কেবল হাসল।
বায়নার সুরে ছেলেটি আবার জানতে চাইল।
এবারেও হাসল বাবা।

“হ্যাঁ আমারও জানতে ইচ্ছে করে? কোম্পানি থেকে ফিরেই , কোন রকমে স্নান খাওয়া সেরে ছেলেটিকে কাঁধে বেরিয়ে যাও। কি অত দেখাও?” জিজ্ঞাসা করল ছেলেটার মা।

ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাবা বলল , “আমি চাই আমার ছেলে আমার থেকেও দূরে দেখুক। এগিয়ে যাক। আমি যতটা দেখতে পাই তার থেকে অনেক … অনেক দূরে। তাই তো কাঁধে নিই।”


লেখক পরিচিতি : শৌনক ঠাকুর
গ্রাম পোঃ দক্ষিণখন্ড থানা সালার জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।