যে গেছে চলে

লেখক : দীপালী ভট্টাচার্য (Dipali Bhattacharjee)

নতুন বাড়িতে আসার পর ছাদে যাওয়া হয়নি কখনো। আরো পাঁচঘর ভাড়াটের মত সেও এক ভাড়াটে।  বাড়ির আধবুড়ো, আইবুড়ো, অকর্মণ্য  মেয়েটি নাকি আত্মহত্যা করেছিল মনের দুঃখে। তাই ছাদে যাওয়া নিষেধ। ছাদের পাঁচিল থেকে শরীরটা পড়তে পড়তে আমগাছের নিচের ডালে আটকা পড়ে। তবুও বাঁচেনি মেয়েটি! তারই ফিসফিস হিসহিস শব্দ নাকি শোনা যায় ছাদময়!

সবার বাধা অগ্রাহ্য করেই সে একদিন উঠল ছাদে। জ্যোৎস্না প্লাবিত সারা ছাদে তখন সুপবন বইছে। বিশাল ছাদখানি খাঁ খাঁ করছে, শূন্য। কেউ কোথাও নেই! ওই তো সেই আম গাছ। মুকুল এসেছে গাছে! উঁকি ঝুঁকি দিয়েও কিছু চোখে পড়ল না!

যে যায় সে যায়। সে কি ফিরে আসার জন্য যায়!

লেখক পরিচিতি : দীপালী ভট্টাচার্য (Dipali Bhattacharjee)
আমি একজন গৃহবধূ। লেখালেখির শখ আছে। আমি সাধারণত গল্প এবং প্রবন্ধ লিখি। পৌরাণিক প্রবন্ধ, কবিতা, গল্প লিখি। কিছু সাধারণ কবিতাও লিখেছি। আমার ছোট গল্প গ্রন্থ সিয়ান গত বইমেলায় প্রকাশিত হয়েছে। এছাড়া ছায়াবৃতা নামে একটি গল্প সংকলন সম্পাদনা করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন