সুধানিশি আলোকছায়া

লেখক : অভিজিৎ হালদার

সুধানিশির মেঘপাতায় তোমার নাম লেখা,
চন্দ্রদীপ জ্বেলে রাখে আমার অন্তরের গোপন বারান্দা।
শিউলিবেলা ঘুরে এসে ছুঁয়ে যায় তোমার পদচিহ্ন,
আমার বুকের কাব্যবনে জেগে ওঠে রঙফুলের ঢেউ।

তোমার কণ্ঠে ঝরে পড়ে নদীস্বরের মধুবৃষ্টি,
যা ধুয়ে দেয় সব …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।