টান

লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী

যাব বললেই বুঝি যাওয়া যায়!
বেড়ায় লতিয়ে ওঠা মাধবী, কাঁপে আষাঢ়িয়া বায়।
শালুক ফোটার শব্দে চমকিত এঁদো পুকুর
বহুদূর ধানক্ষেতে থমকিয়ে একলা দুপুর
বেপথু সে আলপথে ইতিউতি আদিগন্ত স্মৃতির হৈচৈ
মাঝে মাঝে আলগোছে ডাকে।
সন্ধ্যার …

জন্ম বিলাস

লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী

অবিরল কোন শুভক্ষণে, অকস্মাৎ কলাপ-আকাঙ্ক্ষায়
নিত্য জন্মে অজরার ভ্রম। মনে মনে কোরক-উদ্গম।
রাত্রির জঠরে জাগে রৌদ্রপায়ী প্রত্যুষের ভ্রুণ
অকালবন্যায় ভাসে নদী, বৈতরণী-তৃণ…
জীর্ণমন্দিরে দোলে কার অশরীরী ছায়া, দেবতা বিভ্রম;
জন্ম মানে ঘরে ফেরা, জন্ম মানে …

আত্মোদীপ ভবঃ

লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী

তোমাকে পরিত্রাণে তৃপ্তি নেই, পূর্বজন্ম রেশ…
অধিকার ছেড়ে যাওয়া সুজাতা অভ্যেস!
আপনার কাছে যদি নত হতে শিখি
যশোধরা আত্মত্যাগে বিছিয়ে প্রতীতি
রোগ-শোক-ব্যাধি-মোহ, রিরংসা সংগ্রামে
তোমার আরুণি ধ্যানে, অনন্ত যেখানে জপে নামে
সুরের অতলে সুর, স্রোতের …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।