টান
লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
যাব বললেই বুঝি যাওয়া যায়!
বেড়ায় লতিয়ে ওঠা মাধবী, কাঁপে আষাঢ়িয়া বায়।
শালুক ফোটার শব্দে চমকিত এঁদো পুকুর
বহুদূর ধানক্ষেতে থমকিয়ে একলা দুপুর
বেপথু সে আলপথে ইতিউতি আদিগন্ত স্মৃতির হৈচৈ
মাঝে মাঝে আলগোছে ডাকে।
সন্ধ্যার …