তুই

কবি: আবীরা বসু

…. ‘তুই’ বলতে যতটুকু বুঝি/ ততটুকুই আমার সম্বল/ ততটুকুই আমাকে সম্বিৎ এনে দেয়…

(১)

খবরের কাগজের পাতা এখন আর ওল্টাই না।
আসলে ওয়েদার রিপোর্ট থেকে কিছুই প্রমাণিত হয় না,
আমি জানি যেকদিন এই বৃষ্টি চলবে
তুই আসবি …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।