মানুষ হতে হবে
লেখক : আবু হুরাইরা
কলিযুগের ছেলেমেয়ের
রোগ হয়েছে চোখে,
টিভি-ক্যাসেট জুড়ে দিয়ে
থাকছে মাথা ঝুঁকে।
খাতা কলম সামনে নিয়ে
করছে পড়ার ভান,
কানের ভিতর ঢুকিয়ে কাঠি
শুনতে থাকে গান।
মোবাইল ফোন হাতে সবার
বন্ধু ওদের কত,
দিবারাত্রি আলাপ-বিলাপ
চলছে অবিরত।…