মানুষ হতে হবে

লেখক : আবু হুরাইরা

কলিযুগের ছেলেমেয়ের
রোগ হয়েছে চোখে,
টিভি-ক্যাসেট জুড়ে দিয়ে
থাকছে মাথা ঝুঁকে।

খাতা কলম সামনে নিয়ে
করছে পড়ার ভান,
কানের ভিতর ঢুকিয়ে কাঠি
শুনতে থাকে গান।

মোবাইল ফোন হাতে সবার
বন্ধু ওদের কত,
দিবারাত্রি আলাপ-বিলাপ
চলছে অবিরত।…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up